সভার মন্তব্য
ওয়ার্ড নং০২ ইউনিয়ন: বিসকা উপজেলা: তারাকান্দা জেলা: ময়মনসিংহ।
তারিখ: ১৫/০১/২০১৫ খ্রিঃ সময়:১১.০০ ঘটিকা
উপস্থিত সদস্যদের নাম ও মমত্মব্য
অদ্যকার সভা ০১,০২,০৩নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব ফরিদা আক্তার সাহেবের সভাপতিত্বে অত্র ওয়ার্ডের উন্নয়নকামী জনগণের উপস্থিতিতে ওয়ার্ডের সভা বাথুয়াদী মাষ্টার বাড়িতেঅনুষ্ঠিত হয়।
অদ্যকার সভায় প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান জনাব, আহাম্মদ আলী খান উপস্থিত থাকেন। সভার শুরম্নতেই সভাপতি সাহেব স্বাগত বক্তব্য রাখেন এবং নিম্মবর্ণিত আলোচ্য সূচী নির্ধারণ করেন।
আলোচ্যসূচী:
০১। পর্যায়ে উন্নয়ন কাজের জন্য প্রাপ্ত স্কীমের তালিকা অনুমোদন।
০২। বাসত্মবায়ন কমিটি গঠন।
০৩।সুপারভিশন কমিটি গঠন।
০৪। বিবিধ।
০১ নং আলোচ্য সূচী মোতাবেক অত্র ওয়ার্ডের জনগণের চাহিদা মোতাবেক প্রাপ্ত প্রকল্পের সমূহ অনুমোদন প্রসঙ্গে আলোচনা করা হয়। আলোচনামেত্ম ইউনিয়ন ও ওয়ার্ডের আর্থিক বরাদ্দ এলাকাবাসীর প্রয়োজনীয়তা, সমাজের স্বল্প ও দীর্ঘ মেয়াদী উপকারীতা কারিগরি সম্ভাব্যতা এবং পরিবেশগত ও সমাজিক যাচাই বাছাই ইত্যাদি বিষয়ের প্রতি বিশেষ ভাবে লক্ষ্যরাখিয়া অগ্রাধিকার ভিত্তিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অমর্ত্মভূক্তির প্রসঙ্গে সভায় বিসত্মারিত ও ব্যাপক আলোচনা পূর্বক সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। এবং তাহা বার্ষিক পরিকল্পনার অমর্ত্মভুক্তির সুপারিশ সহ ইউনিয়ন পরিষদে দাখিল করার সিদ্ধামত্ম সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়।
বাছাইকৃত স্কীমের তালিকা
ক্র: নং | স্কীমের নাম | অবস্থান |
০১ | বাথুয়াদী ফকির বাড়ি হইতে গৌরীপুর উপজেলার ঝাউগাই মৌজার সীমানা পর্যমত্ম মাটির কাঁচা রাসত্মা নিমার্ণ ও রিং পাইপ স্থাপন। | ০২ নং ওর্য়াড |
০২ | বাথুয়াদী পাকা রাসত্মা হইতে বিসকা বাজার রাসত্মা ইটের সলিং দ্বারা উন্নয়ন | ১ ও ২ নং ওয়ার্ড |
০৩ | বাথুয়াদী মাদ্রাসা হইতে কিশোরগঞ্জ ময়মনসিংহ পাকা রাসত্মা পর্যমত্ম এইচ.বি.বি করণ | ০২ নং ওয়ার্ড |
০৪ | ০২নং ওয়ার্ডের দরিদ্র জনগোষ্টির মাঝে বিনামূল্যে লেট্রিণ সরবরাহ | ০২ নং ওয়ার্ড |
০৫ | ০২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও বাড়িতে নলকূপ স্থাপন | ০২ নং ওয়ার্ড |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস